ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ১২

| সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। নিহতদের সবাই কারাগারটিতে বন্দি ছিলেন। শুক্রবার দক্ষিণ আমেরিকার এই দেশটির একটি কারাগারে দুইটি অপরাধী গোষ্ঠীর মধ্যে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার রাতে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার দেশটির অন্যতম বিপজ্জনক গুয়াকিল শহরের লা পেনিটেনসিয়ারিয়া নামে পরিচিত ওই কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটে বলে ইকুয়েডরের কারাগার বিষয়ক সংস্থা এসএনএআই শনিবার জানিয়েছে। এসএনএআই সাংবাদিকদের জানিয়েছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রসিকিউটর অফিস এবং পুলিশ মরদেহ শনাক্ত করার জন্য কারাগারে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাপানে আবে হত্যার স্মৃতি ফেরাচ্ছে প্রধানমন্ত্রীর ওপর স্মোক বোমা হামলা
পরবর্তী নিবন্ধদুবাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬