রাফি স্মৃতি ক্রিকেটের শেষ চারে ব্রাইট ও জে.ডি.সি একাডেমি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব১৮) ক্রিকেট লিগের শেষ চারে পৌঁছেছে ব্রাইট ক্রিকেট একাডেমি এবং জে.ডি.সি ক্রিকেট একাডেমি। গতকাল রোববার দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় ব্রাইট ক্রিকেট একাডেমি ১ উইকেটে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্রাইট ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে। ব্যাট করতে নেমে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি সবগুলো উইকেটের বিনিময়ে ১২৩ রানে করতে সক্ষম হয়। ইনিংসে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৩৩ থেকে। ব্রাইট একাডেমির বোলাররা ২৪টি ওয়াইড বল দেয়। দলের পক্ষে তানভীর মাহমুদ ২৮, হুজাইফা আবরার ২৩ এবং মো.আসিফ ১৮ রান করে। বোলিংয়ে ব্রাইট একাডেমির রানা হামিদ হৃদয় ৩টি এবং দেবজয় চৌধুরী ২টি উইকেট নেয়। ১২৪ রানের টার্গেটে এ ব্যাট করতে নেমে ব্রাইট ক্রিকেট একাডেমি ২ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় করায়ত্ত্ব করে নেয়। তারা ১২৭ রান সংগ্রহ করে। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে মো. ইব্রাহীম। এছাড়া শুভ্র শর্মা ৩৩ এবং ইব্রাহীম খলিল ১১ রান করে। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির পক্ষে জুয়েল উদ্দিন ৩টি উইকেট লাভ করে। এছাড়া ২টি করে উইকেট নেয় সুমন মিয়া এবং জাহেদুল ইসলাম। বিজয়ী দলের মো. ইব্রাহিম ম্যাচ অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম।

একই ভেন্যুতে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে জে.ডি.সি ক্রিকেট একাডেমি ৫ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্রাদার্স ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে জুনায়েদ হোসেন ৩৮,ওবাইদুর রহমান ইসতি ২৩ এবং হাসানুল ইসলাম অপরাজিত ২০ রান করে। এছাড়া ফাইরিব আনন ১২ এবং ওয়াহিদ মুরাপদ ১০ রান করে। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। জে.ডি.সি ক্রিকেট একাডেমির মো. সাইয়ুম ৩টি এবং তৌহিদ হোসেন ২টি উইকেট লাভ করে। ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে জে.ডি.সি ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায়। তারা ১৩৪ রান সংগ্রহ করে। ওপেনার ফয়সাল রিজভী ২৯ রান করে। এছাড়া ইস্তেখার হোসেন ৩৪ এবং ওসমান গনি ২৫ রানে অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে ৩২ রান। ব্রাদার্স ক্রিকেট একাডেমির আতিকুর ইসলাম ২ টি উইকেট পায়। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের মো. সাইয়ুম। তার হাতে ক্রেস্ট তুলে দেন দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলু।

আগামী ১৮ এপ্রিল সকাল ৯.৩০টায় প্রথম সেমিফাইনালে অংশ নেবে জুনিয়র ট্রেনিং একাডেমি এবং জে.ডি.সি ক্রিকেট একাডেমি। দুপুর ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মোকাবিলা করবে বাদশা মিয়া স্মৃতি সংসদ এবং ব্রাইট ক্রিকেট একাডেমি। দুটি খেলাই দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদ করবেন সাকিব
পরবর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা