একাকিত্ব কখনোই সুন্দর ও আনন্দদায়ক নয়, কারণ একাকিত্ব মানুষকে হিংস্র করে, মানুষের সাথে মিশতে নিজেকে বেমানান মনে হয় আর সর্বদা খিটখিটে মেজাজের হয়, সাহায্য চায় তবে কেউই তেমন এগিয়ে আসে না উলটো তার বিপক্ষে অবস্থান নেয়। পারতপক্ষে একাকিত্ব মানুষের জীবনের জন্য অভিশাপ। তাই কেউ একাকিত্ব বোধ করলে তাকে সঙ্গ দিন, ভালোবাসুন, কথা বলুন, আশা দিন তাহলে হিংস্রতা কমে সে সমাজের সাথে মানুষের সাথে মিশতে স্বাচ্ছন্দ্যবোধ করবে।
নিজেকে নিয়ে ভাবতে শিখে অবশেষ জীবনের অর্থ খুঁজে নিবে, যা বিপথগামীতা থেকে শতদূর মাইল নিয়ে যাবে নিজের ইচ্ছের প্রাধান্যতা অন্যের নিকট গ্রহণযোগ্যতায় গড়ে তুলতে সক্ষম হবে।
যারা বলে একাকিত্ব সুন্দর তারা পাশার দান উল্টিয়ে নিজেকে ঠিক সামলে রেখে অন্যকে একাকী থাকার পাঁয়তারা করে যা অত্যন্ত বিপদজ্জনক তাই তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।