বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক

| সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন। গতকাল রোববার এ বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাধারণ সম্পাদক ফখরুল আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদসহ অন্যান্য নেতাদের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাক্ষাৎ করেছেন। খবর বাংলানিউজের।

সাক্ষাৎকালে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধমসজিদের অফিস রুমের তালা ভেঙে এক লাখ ছাব্বিশ হাজার টাকা চুরি
পরবর্তী নিবন্ধমার্কেটে আগুন, বিএনপিকে ইঙ্গিত করলেন কাদের