বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের উপর ফিফার নিষেধাজ্ঞার ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বিস্মিত হয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ইয়েস অ্যান্ড নো’। বাফুফে সভাপতি গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেন। সেখানে নিজের মতো করে কিছু কথা বলে, একটা–দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানান, দ্রুত জরুরি সভা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও। ‘সোমবার ফিফার অফিস খুলবে, আমি তো কাগজ পেয়েছি, ফিফা খুললে ওদের জেনারেল সেক্রেটারির সঙ্গে আলোচনা করে, তারপরের দিন আমরা নিজেরা মিটিং করে আপনাদের জানিয়ে দিব আমাদের নেস্ট স্টেপ কি হবে।’ (সারপ্রাইজড হয়েছেন কিনা) ইয়েস অ্যান্ড নো। এটা নিয়ে রাতে সোহাগের সঙ্গে আমার কথা হয়েছে। সে মনে করে তার উপর অবিচার করা হয়েছে এবং সে আমাকে বলল যে, এটা নিয়ে কোর্ট অব আর্বিট্রেশনে যাবে।’ সোহাগকে নিষিদ্ধ করার ব্যাখ্যায় ৫১ পাতার প্রতিবেদনও প্রকাশ করেছে ফিফা। সেখানে উঠে এসেছে বিস্তারিত। ওই প্রতিবেদনের পুরোটা পড়েননি বলে সংবাদ সম্মেলনে জানান সালাউদ্দিন। ‘ওরা মূলত যেটা ফোকাস করেছে কোড অব এথিকস অ্যান্ড রেসপন্সিবিলিটি। যাই বলা হোক, সবকিছুই এর মধ্যে আসবে। এখানে লুকানোর কিছু নেই। কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে আমি যদি কিছু বলি, তাহলে আমার বোর্ড মিটিংয়ের প্রয়োজন। আমার সব সহ–সভাপতি এবং সিনিয়র মেম্বারদের সাথে বসে সিদ্ধান্ত যেটা হবে, সেটাই বলতে হবে।’ বাফুফের সাধারণ সম্পাদকের আর্থিক কেলেংকারিতে নিষিদ্ধ হওয়া বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জাজনক কিনা, এমন প্রশ্নের জবাব দেননি সালাউদ্দিন। ‘থ্যাঙ্ক ইউ’ বলে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়েন বাফুফে সভাপতি।












