টানা পাঁচ হার দিল্লি ক্যাপিটালসের

মোস্তাফিজের খরুচে বোলিং

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

টানা দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পান মোস্তাফিজুর রহমান। কিন্তু এবারও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। বরং বেশ খরুচে বোলিং করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ম্যাচটাও বাজেভাবে হারলো দিল্লি, যা তাদের টানা পঞ্চম হার। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে পারে দিল্লি। ফলে ২৩ রানে জয় তুলে নেয় বেঙ্গালুরু। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে প্লে অফের পথ থেকে অনেকটাই ছিটকে গেছে দিল্লি।

বল হাতে মোস্তাফিজ নিজের প্রথম ওভারে খরচ করেন ১০ রান। ১০ম ওভারে ফের বল হাতে নিয়ে ১৯ রান খরচ করেন কাটার মাস্টার। হজম করেন দুটি ছক্কাও। এরপর ১৯তম ওভারে ফের বোলিংয়ে ফেরেন মোস্তাফিজ। কিন্তু এবারও ব্যর্থ তিনি। খরচ করেন ১২ রান। সবমিলিয়ে ৩ ওভার বল করে ৪১ রান খরচে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ।

পূর্ববর্তী নিবন্ধবাফুফে সভাপতির মিশ্র প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধআম্পায়ারদের ওপর চাপ তৈরি করছে ক্রিকেটাররা : বিসিবি