নগরীতে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিস্তলের মতো দেখতে গ্যাস লাইটারকে অস্ত্র সাজিয়ে ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন জাবেদ আহমেদ লিটন (৪০) এবং আব্দুল কাদের ওরফে মামুন (৩৭)। গত শুক্রবার রাতে চান্দগাঁওয়ের বরিশাল বাজার ও সিএন্ডবি এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, গত ৯ এপ্রিল রাতে ভিকটিম ব্যবসায়ী সিলেটের মৌলভীবাজার থেকে চট্টগ্রামে আসেন। পরে পিস্তলের মতো দেখতে গ্যাসলাইটারকে অস্ত্র সাজিয়ে ভয় দেখিয়ে তাকে অপহরণ করা হয়। এরপর ভিকটিমের বোনকে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে তাকে খুন করা হবে বলে হুমকি দিতে থাকে। এ ঘটনায় ভিকটিমের বাবা খুলশী থানায় মামলা করলে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ভিকটিমের পরিবার থানায় মামলা রুজু করার পরপরই আমরা তাকে উদ্ধার করতে অভিযানে নেমে পড়ি। এরপর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও কল ট্রেকিং করে অপহরণকারীদের লোকেশন চিহ্নিত করি। পরে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযুক্ত লিটনের বাসায় অভিযান চালিয়ে ভিকটিম ওই ব্যবসায়ীকে উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তলের মতো দেখতে গ্যাসলাইট ও ছুরি জব্দ করা হয়েছে।