Home বৃহত্তর চট্টগ্রাম বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় সেই অটোরিকশা চালকেরও মৃত্যু

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় সেই অটোরিকশা চালকেরও মৃত্যু

0
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় সেই অটোরিকশা চালকেরও মৃত্যু

বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক মো. জনি (২৪) মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষযটি নিশ্চিত করেছেন নিহত জনির বন্ধু মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘গতকাল সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থেকে নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকাল থেকে তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’