মমতা পরিচালিত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের উদ্যোগে সম্প্রতি প্রবীণদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি আবুল হাসেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান (সুমন)।
পিকেএসএফের সহায়তায় পরিচালিত কর্মসূচির আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে তরুণরা সমাজে আরও গঠনমূলক ভুমিকা রাখতে পারবে। মমতার প্রবীন কর্মসূচির বিভিন্ন কার্যক্রম সমাজে পিছিয়ে পড়া প্রবীণ জনগোষ্ঠীকে আশার আলো দেখিয়েছে। উল্লেখ্য, প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।