কোকিল থামেনি এখনো,
নব প্রভাত–সূর্যের উঁকি, নতুন গগন ললাটে
বাংলার চির মহৎ মিলন হৃদয়ে
পয়লা বোশেখ বসন্ত রূপ ধরেছে।
সুজলা সুফলা শ্যামলা মায়ের জমিনে,
রক্তধারায় ‘স্বাধীনতা শিখা’ জ্বেলেছ
কী সুন্দর্ল দেখি পরস্পর,আপন চোখের আয়নায়
বর্ষবরণে সব জাতি–কূল ঝরেছে।
উৎসবে হাসি, উৎসবে বাঁশি, উৎসবে ঢোলক রঙ্গে
ওরে বাঙালি, যত সুখ–শান্তি মাটির গোলকে বঙ্গে।