আনোয়ারা ও বাঁশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন আনসার (৩৫), সাজু মজুমদার (৩২), সুমন (৪০) ও ইউচুপ (৩৬)। আহতদের মধ্যে আনসারের পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। আনোয়ারা থানার ওসি মির্জা মো. হাছান জানান, গতকাল দুপুরে বাঁশখালী সুপার সার্ভিসের একটি বাসের ধাক্কায় চার সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়। বাসের চালক ও হেলপাররা পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, গতকাল দুপুরে উপজেলার প্রধান সড়কের কালীপুর ইউনিয়নের পালেগ্রামে ডাম্পারের ধাক্কায় সিএনজির অটোরিকশায় চালকসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন চন্দনাইশ উপজেলার উপ–সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বিজৎ ধর, পূর্ব কোকদন্ডী আহমাদিয়া জামে মসজিদের খতিব মাও. শহিদুল ইসলাম আরমান, সিএনজি চালক মোহাম্মদ ফারুক ও অজ্ঞাত পরিচয়ের একজন যাত্রী।
জানা যায়, পালেগ্রাম এলাকায় ডাম্পার গাড়ি সিএনজিকে ধাক্কায় দিলে সিএনজি চালকসহ চার জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালীপুরস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গুরুতর আহত বিশ্বজিৎ ধরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রামদাশহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোলাইমান জানান, সিএনজিকে ধাক্কা দেওয়ার পর ডাম্পার গাড়িটি বেপরোয়া গতিতে পালিয়ে যায়। সিএনজিটি রামদাশ মুন্সির হাট পুলিশ তথ্য কেন্দ্রের হেফাজতে রয়েছে।