প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির পক্ষে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা যেন অব্যহত থাকে সেই লক্ষ্য মাথায় রেখে সকলকে কাজ করতে হবে।”
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুর নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল বুধবার সকালে সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলে ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নজরুল শিকদার, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, এঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আফম মাহবুব শিকদার, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মিন্টু, পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ, মনির আহমদ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদোয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ইমরান রকি, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ প্রমুখ।