আল-আকসায় শুধু মুসলিমরাই প্রবেশ করতে পারবে

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১১:১৩ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শেষ রমজান পর্যন্ত আলআকসা মসজিদ কমপ্লেক্স থেকে সব ইহুদি এবং অমুসলিম দর্শনার্থীদের নিষিদ্ধ করা হলো। মঙ্গলবার নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। খবর বাংলানিউজের।

ঊর্ধ্বতন প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এই সিদ্ধান্তের কথা ওই বিবৃতিতে জানান। গত সপ্তাহে আলআকসা মসজিদের ভেতর ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের পুলিশ। এর জেরে নতুন করে সহিংসতা বাড়ে। ইসরায়েলকে লক্ষ্য করে গাজা, লেবানন এবং সিরিয়া থেকে রকেট ছোড়া হয়। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন।

গত এক বছর ইসরায়েলফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ অনেক বেড়েছে। এবার রমজান মাস আসার পর উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবয়স ৮১ বছর, ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর
পরবর্তী নিবন্ধমিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১০০