মাদারবাড়ি উদয়ন সংঘ আয়োজিত আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা গত সোমবার রাতে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহিলা লুডু ইভেন্টে রায়না পরাজিত করে কামরুল আনিসকে। ক্যারম পুরুষ এককের ফাইনালে রবিন ২–১ সেটে আব্দুল মাজেদ সম্রাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দাবায় আবদুল মাজেদ সম্রাট পরাজিত করে শামীমকে। লুডু পুরুষ বিভাগে আরমানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রবিন ।
ক্লাব এর সাধারণ সম্পাদক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকায় পুরষ্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে। বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা চলাকালে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটি আহ্বায়ক এম.এ মুসা বাবলু, সদস্য সচিব মো. তাজুল ইসলাম, হাসান মুক্তার, মো. আফসার উদ্দিন, মো. শাহেদ আলম, মো. হায়দার আলী, রাশেদ জুবায়ের, শেখ মুহাম্মদ রিপন প্রমুখ।