অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি আসছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের শিরোপা বাংলাদেশ ঘরে তুলেছিল ২০২০ সালে। আর তাই সংগত কারনেই পরের আসরে প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু সে আসরে অষ্টম স্থান দখল করে হতাশ করেছিল টাইগার যুবারা। আবারও একটি বিশ্বকাপ সামনে চলে আসছে টাইগার যুবাদের। আর সে বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি পর্ব শিগগিরই শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আর সে জন্য আনা হচ্ছে দাক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান যুব দলকে। জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজের ম্যাচগুলো।

এই সিরিজের মধ্যে দিয়েই ওয়ানডে ফরম্যাটে মনোযোগী হবে বাংলাদেশ দল। জুলাইয়ের ৩ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব১৯ দলের। এর আগেই অবশ্য আসছে পাকিস্তান অনূর্ধ্ব১৯ দল। আগামী ২৬ এপ্রিল তাদের বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। এই সফরে পাকিস্তানের যুবারা বাংলাদেশের যুবাদের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ সহ ওয়ানডে ও টিটোয়েন্টি ফরম্যাটে ম্যাচ হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার একসাথে গাইলেন ইন্দ্রানী সেন ও সমরজিৎ রায়
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার নতুন মেসি