ক্লোজআপ শিল্পী সাজুর নতুন অ্যালবাম ‘মৃত্যু’

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ঈদে মৌলিক গানের নতুন একক অ্যালবাম প্রকাশ করেছেন রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ানে’ পরিচিত পাওয়া শিল্পী সাজু আহমেদ। ‘মৃত্যু’ শিরোনামে অ্যালবামটি সাজানো হয়েছে। অডিওভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ঈদ উপলক্ষে ৮ এপ্রিল অ্যালবামটি মুক্তি পেয়েছে। খবর বিডিনিউজের।

সাজু বলেন, আমি ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না। দর্শকদের জন্য গান করি। গান ভালো হলে দর্শকদের মনে দাগ কাটবেই। ‘মৃত্যু’ অ্যালবামের সবগুলো গানই সাজুর লেখা ও সুর করা। গানগুলো যৌথভাবে সংগীতায়োজন করেছেন টফি রেনার ও এ আর অ্যান্ড রায়। গানগুলোর শিরোনাম হল, ‘কথা ছিল থাকব দু’জন’, ‘কাঁদবে তুমি গোপনে’, ‘দেহ দূরে চলে যায়’, ‘মাওলার নাম’, ‘মৃত্যু’, ‘অপরূপ তরুণী’, ‘তোমার কাছেই রবো’, ‘বিনা দোষে দোষী’, ‘মোরগ জবা’ ও ‘গানের মানুষ’। এর আগে সাজুর বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়েছে। তার মধ্যে রয়েছে ‘মায়ায় পড়েছি’, ‘মিস সুন্দরী’, ‘ভাবিয়া দেখো রে’, ‘০১৭১৪৫৫৮২৮৩’। এই অ্যালবামগুলোর মধ্যে সাজুর ‘তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি’, ‘বন্ধুরে তোর পিরিতে লাশ হইয়া ভাসিলাম নদীতে’সহ আরও কিছু গান শ্রোতাপ্রিয় হয়। লোকসংগীত গেয়ে পরিচিতি পাওয়া এই শিল্পী ২০০৮ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে গানের রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধমাহিয়া মাহি এবার ভাসুরের নির্বাচনে
পরবর্তী নিবন্ধঅপুর ‘লাল শাড়ির’ প্রথম গান প্রকাশ