পটিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯৭টি মসজিদে খতমে তারাবির অনুদান হিসেবে ২ লাখ ৭১ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। পৌরসভা তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি কাউন্সিলর গোফরান রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, পৌর নির্বাহী নেজামুল হক, উপ–সহকারী প্রকৌশলী শাহজাহান খান, শরীফ খান, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন ও পটিয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম।
এ সময় পৌরসভা মেয়র আইয়ুব বাবুল বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও পৌর এলাকার ৯৭টি মসজিদে পৌরসভার পক্ষ থেকে অনুদান প্রদান করা হচ্ছে। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে এসেছে সাধনা ও আত্মশুদ্ধির মাস রমজান। কাম, ক্রোধ, মোহ ও রিপু দমন করার মাস। আত্মশুদ্ধি, ধৈর্য ও খোদাভীতি অর্জনের মাস। রমজানের লক্ষ্য অর্জনে আমাদের সচেষ্ট হতে হবে।









