রিডার্স স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রমজানের ফজিলত, তাৎপর্য, সহিহ কোরআন ও নামাজ শিক্ষা এবং দোয়া দরুদের ফজিলতের উপর পক্ষকালব্যাপী প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা নগরীর রিডার্স স্কুল অ্যান্ড কলেজ অক্সিজেন শাখার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুকের সভাপতিত্বে ও মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি ছিলেন লায়ন শফিকুর রহমান, অধ্যক্ষ কে এম মোস্তফা, রেজাউল মনির প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, রাবেয়া ইয়াসমিন, তৌকিরুল আলম, তোফায়েল আহমেদ, গোলাম রসূল, মাওলানা সাজ্জাদুল হক, মাওলানা রবিউল হোসেন, মাওলানা সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের মেধাবী শিক্ষার্থীরাই পার্বত্য চট্টগ্রামকে সম্পদশালী করবে
পরবর্তী নিবন্ধ৯৭টি মসজিদে খতমে তারাবির অনুদান দিল পটিয়া পৌরসভা