শাহ আমানত দরগাহ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

হযরত শাহসুফী শাহ আমানত খান (রহ.) এর দরগাহ পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। গতকাল বুধবার দুপুরে তিনি দরগাহ শরীফে যান। খবর বাংলানিউজের।

এ সময় হযরত শাহ আমানত খান (রহ.) এর খাদেম শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান ভারতের সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান। সহকারী হাইকমিশনার আমানত শাহ (রহ.) এর মাজারে ভারত ও বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য ও মঙ্গল এবং তাদের চিরস্থায়ী বন্ধুত্বের জন্য আশীর্বাদ কামনা করে প্রার্থনা করেন। পরে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করছে সরকারহাটহাজারী প্রতিনিধি
পরবর্তী নিবন্ধআপনাদের সেবা করার সুযোগ দিন