ঈদে শিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত সুবিধা চেয়ে চিঠি

সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ রুট

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপে এবারের ঈদ যাত্রায় শিক্ষার্থীদের বিনামূল্যে নৌ যাতায়াত সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে সন্দ্বীপ হিউম্যান ২৪ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বলছে বিদ্যমান ব্যবস্থায় জেলা পরিষদের অনুমতি সাপেক্ষে কাঠের বোট অথবা অন্য কোন নৌযানে তারা শিক্ষার্থীদের এই সেবা দিতে আগ্রহী।

এ বিষয়ে গত সোমবার জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের কাছে একটি চিঠিও দিয়েছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মুসলেম উদ্দিন মুন্না, সাংবাদিক সালেহ নোমান, শোয়েব উদ্দিন হায়দার, প্রভাষক শাহীন ইব্রাহিম, সমাজকর্মী মাহবুবুল মাওলা। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়েও আসন্ন ঈদে নৌ যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় নিজেদের এই উদ্যোগের বিষয় তুলে ধরেছেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়েব উদ্দিন হায়দার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে যাতায়াত ব্যয় একটা বোঝা হবে অনেক শিক্ষার্থীর জন্য। পরিস্থিতি বিবেচনায় উদ্যোক্তাদের নিজস্ব ব্যয়ে শিক্ষার্থীদের নৌ পারাপার করার উদ্যোগ নিতে চান তারা। জেলা পরিষদের বিদ্যমান রাজস্ব ও অন্যান্য চার্জ প্রদানের পাশাপাশি নৌ যাতায়াতের সরকারি ও প্রচলিত নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করে এই সার্ভিস পরিচালনা করা হবে।

তিনি বলেন, বিদ্যমান কাঠামোর মধ্যে অন্য কোনভাবে শিক্ষার্থীদের এই সেবা দেয়া গেলে তাতেও আমাদের দ্বিমত নেই। প্রয়োজনে জেলা পরিষদের ইজারাদারের মাধ্যমেও এটি বাস্তবায়ন করা যেতে পারে। সেক্ষেত্রে আলাপ আলোচনার ভিত্তিতে যেকোন রকমের সহযোগিতা করার দরকার হলে সেটাও আমরা করবো। আমরা চাইছি, এবারে ঈদ যাত্রায় সন্দ্বীপের শিক্ষার্থীদের বিনামূল্যে নৌ যাতায়াত সুবিধা দেয়া হোক। আমরা জেলা পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। তাকে এই বিষয়ে আন্তরিক মনে হয়েছে আমাদের।

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় জরুরি কাজে ঢাকা গেছেন। ঢাকা থেকে ফিরলে ইজারাদারের সাথে বসে আলাপ করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব।

পূর্ববর্তী নিবন্ধডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে রাউজানে শোকের ছায়া
পরবর্তী নিবন্ধবলুয়ার দীঘি পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে