মুসলমানরা যুগে যুগে হযরত আলীকে (র.) স্মরণ করবে

আলোচনা সভায় সাবেক মেয়র এম. মনজুর আলম

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় গতকাল বুধবার হযরত আলী (.) ওফাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সাবেক মেয়রের এইচ এম বাসভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল খতমে বোখারী, খতমে কোরাআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও এতিমদের সাথে নিয়ে ইফতার মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম।

সভায় প্রধান অতিথির আলোচনায় মোহাম্মদ মনজুর আলম বলেন হযরত আলী (.) হযরত হাছান হোসেনের পিতা, মা ফাতেমার স্বামী হযরত মোহাম্মদ (সা.) এর জামাতা। পবিত্র ইসলামের প্রসার এবং খেদমতে হযরত আলী (.) অবদান ইসলামী চিন্তাবিদগণ শ্রদ্ধার সাথে স্মরণ করে। পৃথিবী যতদিন থাকবে হযরত আলীকে বিশ্বের মুসলমান শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে। সভায় প্রধান আলোচক ছিলেন আল্লামা মোহাম্মদ সোলায়মান আনছারী। অন্যদের মধ্যে মাওলানা আবুল হাশেম, মাওলানা মোহাম্মদ ছৈয়দ ইউনুছ রজভী প্রমুখ আলোচনা করেন। এ সময় নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম প্রমুখ। পরে সাবেক মেয়র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র এবং আলেমদের মাঝে ঈদবস্ত্র উপহার দেন। দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা মোহাম্মদ সোলায়মান আনছারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংখ্যালঘুদের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করা হবে
পরবর্তী নিবন্ধআজ শহীদ নূতন চন্দ্র সিংহের ৫২তম মৃত্যুবার্ষিকী