নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন

গণসংযোগকালে স উ ম সামাদ

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসন উপনির্বাচনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ গতকাল বুধবার চান্দগাঁও রাস্তার মাথা, বাহির সিগনাল ও পূর্ব কালুরঘাট এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচনী সমন্বয়ক এম সোলায়মান ফরিদ, ফরিদুল ইসলাম, এম মহিউল আলম চৌধুরী, নুরুল্লাহ রায়হান খান, কাজী মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা করিম উদ্দিন নূরী, মুহাম্মদ মুজিব, মাওলানা এনাম রেযা, নূর রায়হান চৌধুরী, বেলাল রেজা, তোফাজ্জল হোসেন আকিল, সৈয়দ হাসান প্রমুখ।

স উ ম আবদুস সামাদ বলেন, আপনারা ভোট দিতে যাবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। বছরের পর বছর ইতোপূর্বে এই আসনে নির্বাচিত ব্যক্তিরা তাদের ওয়াদা রক্ষা করে নি। এবার নিজেদের স্বার্থে একবার মোমবাতি প্রতীকে ভোট দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজ এক্স-ক্যাডেট ফোরামের সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধসিভাসুর ৫৪তম সিন্ডিকেট অধিবেশন