আইআইইউসিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

আইআইইউসি পরিবহন ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গতকাল বুধবার চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. এ এফ এম আখতারুজ্জামান (কায়সার) ও পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহি উদ্দীন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় চালকদের গাড়ি চালানোর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক সিগনাল, রোড সাইন, গাড়ির গতিসীমা, হাইড্রোলিক হর্ন বর্জন, অপ্রয়োজনীয় ওভার টেকিং, চলন্ত গাড়িতে মোবাইলে কথা বলা ও সড়কের ইউটার্ন ব্যবহ্যারে সতর্ক হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকের মোটরসাইকেলে ছাড় নেই, ভোটকক্ষ থেকে লাইভে ‘না’
পরবর্তী নিবন্ধসাংবাদিক সিদ্দিক আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত