হাটহাজারী অটোরিক্সা সিএনজি আঞ্চলিক শাখার অফিসে সংগঠনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামের সঞ্চালনায় গত বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সরওয়ার মুর্শেদ তালুকদার, ৮নং মেখম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মেখম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহিবুল হক মুহিব, আমন্ত্রিত অতিথি চট্টগ্রাম জেলা অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাসুম, সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ সরকার ,সাংগঠনিক সম্পাদক আবু হেলাল মঞ্জু ,দপ্তর সম্পাদক মো. জুবায়ের, প্রচার সম্পাদক মো. কামাল, অর্থ সম্পাদক মোর্শেদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পরিবহনখাতে বহিরাগত চাঁদাবাজদের স্থান নেই। হাইকোটের নির্দেশনা মেনে সড়ক-মহাসড়ক থেকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচলে প্রশাসনের ভূমিকা রহস্যজনক। অনতিবিম্বে এই সব গাড়ী তুলে নেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ। এছাড়া বক্তারা পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।












