ভারতে সেনা ছাউনিতে গুলিতে নিহত চার

আজাদী অনলাইন | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ১২:১৮ অপরাহ্ণ

ভারতের পাঞ্জাবে একটি সামরিক ছাউনির ভেতরে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

আজ বুধবার (১২ এপ্রি) ভোররাতে রাজ্যটির বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনার ঘটার পর এলাকাটি চারদিক থেকে ঘেরাও করে লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, তাদের কুইক রেসপন্স টিমগুলো সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।

বিবৃতিতে তারা বলেছে, “ভোররাত প্রায় ৪টা ৩৫ মিনিটে বাথিন্ডা সামরিক স্টেশনের ভেতরে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্টেশনের কুইক রেসপন্স টিমগুলো মাঠে নেমেছে। এলাকাটি ঘেরাও করে বন্ধ করে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান চলছে। চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।”

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের পাওয়া তথ্যে জানিয়েছে, সেনা ছাউনিটির অফিসার্স মেসে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে এবং যে চারজন নিহত হয়েছেন তারা সবাই ৮০ মিডিয়াম রেজিমেন্টের।

বাথিন্ডা পুলিশের জ্যেষ্ঠ সুপার জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, সামরিক ছাউনিটির বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছে, সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি।

তিনি আরো জানান, ঘটনাটিকে কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, এটি ‘অভ্যন্তরীণ ঘটনা’ হতে পারে।
ক্যান্টনমেন্টটির চারটি গেইটের সবগুলো বন্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রতিবন্ধী জবাকে হুইল চেয়ার দিলেন যুবলীগ নেতা এলিট
পরবর্তী নিবন্ধবান্দরবানে নদীতে ফুল ভাসালেন চাকমা-তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণীরা