চট্টগ্রাম–৮ উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেছেন, বোয়ালখালীতে বিদ্যমান স্বাস্থ্যকেন্দ্রটিতে যে পরিমাণ শয্যা সংখ্যা আছে, তা জনসংখ্যার তুলনায় একেবারেই অপ্রতুল। তাই নির্বাচিত হলে জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে শয্যা সংখ্যা বৃদ্ধি করে এটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে।
এছাড়া চিকিৎসা সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন উপনির্বাচনে তাকে চেয়ার মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে অধ্যক্ষ ফরিদ বোয়ালখালীর বিভিন্নস্থানে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ–সভাপতি আনোয়ারুল আজিম, মাওলানা ইলিয়াস শিকদার, মাওলানা খ ম মোজাম্মেল হক, মুহাম্মদ সাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।