ধোপাছড়ি ডেকে যায় একাকী নিরালায়

শুকলাল দাশ | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

মেঘ ছোটে ছায়া ফেলেপাখি ডেকে যায়,

ঘুম ঘুম ধোপাছড়ি ডাকে আয় আয়।

পাহাড়ের খাঁজে খাঁজে জল নেমে আসে,

নদী বহে কূল কূল ঝলমলে হাসে।

কুয়াশায় ঢেকে যায় গাছপালা বন,

মন কাড়া ছায়াবীথি ডাকে অনুক্ষণ।

ছুটে আসে কারা কারা প্রকৃতির কোলে,

দেখে মন ভরে যায় বনফুল দোলে।

উঁচুনিচু ছোটা পথ নেই শেষ তার,

মায়াবী ধোপাছড়ি সেজেছে অপার।

স্বপ্নীল মায়াময় চারপাশ দেখা,

নদী পাখি মেঘ বলে দেখোঘোরো একা।

কি আবেশে মন হারা অপরূপ দেশে,

ফিরে পাই নিজেকে বাউলের বেশে।

পড়ে থাকে শহরের গাড়ি সুখ ম্যালা,

আমাকে পেয়ে বসে মন হারা খেলা।

ধোপাছড়ি ডেকে যায় আয় ফিরে আয়,

বন নদী পাহাড়ের মধুর ছায়ায়।

পূর্ববর্তী নিবন্ধএগিয়ে শুধু চলা
পরবর্তী নিবন্ধসর্বজনীন পহেলা বৈশাখ