বৈশাখ মানে বাংলার উৎসব
দিদির হাতের শাখা
বৈশাখ মানে প্রাণ জুড়ানো
তালপাতার ওই পাখা।
বৈশাখ মানে রঙের পুতুল
নীল গগনের ঘুড়ি
বৈশাখ মানে বাংলা বর্ষ
ইচ্ছে মতো উড়ি।
বৈশাখ মানে বাউল মাহফিল
পাগল করা গান
বৈশাখ মানে রাখাল ছেলের
জাদুর বাঁশির টান।
বৈশাখ মানে পান্তা ইলিশ
নাগরদোলার সুখ
বৈশাখ মানে দমকা হাওয়া
বাংলার হাসি মুখ।