নববর্ষে খোকা খুকু
রঙিন জামা গায়ে,
ডিসি হিলে, শিরীষতলা
ভাসে খুশির নায়ে।
শোভাযাত্রায় মুখোশ পরে
খুশির দিনের আঁচে,
ঢাকের তালে খোকা খুকু
মনের সুখে নাচে।
নাগরদোলায় চড়ে সুখে
শূন্যে সবাই দোলে,
মনের মাঝে খুশির জোয়ার
তেটে কেটে বোলে।
সুব্রত চৌধুরী | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ
