শুনতে খারাপ লাগলেও হয়তো ব্যাপারটা বলা জরুরি এখন। আমাদের সচেতন হওয়াটা খুবই প্রয়োজন। গত বেশ কিছুদিন ধরে ব্লাডের যত রিকুয়েষ্ট আসতেছিলো তার বেশিরভাগ ডেলিভারি রোগীর জন্য। তাও রক্তের গ্রুপ পজেটিভ হলে যে কোনোভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে কিন্তু নেগেটিভ হলে সে ক্ষেত্রে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এখন কথা হচ্ছে আমরা যে ফোন করে বলি ইমার্জেন্সি রক্ত লাগছে ডেলিভারি পেশেন্ট এর জন্যে! এখন কেইসটা যদি ডেলিভারি হয় তাহলে এটা তো ইমার্জেন্সিতে পড়ে না। বিষয়টা তো আর হুট করে হয়ে যায়নি। এর মধ্যে প্রচুর সময় আপনি পেয়েছেন কয়েকজন ডোনার ম্যানেজ করার। কিন্তু আপনি গুরুত্ব–ই দেন নি। বেশ একটা সময় আগে আমার এক বন্ধুর সাথে আমার কথা কাটাকাটি হচ্ছিলো। তার স্ত্রী সন্তানসম্ভবা কিন্তু সে স্ত্রীর ব্লাড গ্রুপই কনফার্ম না। একবার এ বলে আরেকবার বি বলে। আরে ভাই যুগল জীবন আরম্ভ করবেন। রোজ রোজ স্বপ্ন দেখবেন। প্রিয় এটা ওটা জানাজানি করবেন সব আর রক্তের গ্রুপটা জেনে নিবেন না তা তো বেমানান। আমরা আবার অনেকে ভাবি রক্ত লাগলে পরিচিত বন্ধু যারা এগুলো নিয়ে কাজ করে তাদের বলে দিলাম তারা দিয়ে দিবে সাথে সাথে এই ভাবনা থেকেও বেরিয়ে আসা উচিৎ। এখানে কেউ রক্ত ভাণ্ডার নিয়ে বসে নেই যে চাইলেন আর হুট করে দিয়ে দিলো। এই যে এতো ধুমধাম আয়োজন করে কত মানুষের মহা আপ্যায়ন করে বিয়ের অনুষ্ঠান হয় এখান থেকে কেন আপনি কয়েকজন ডোনার বের করে নিতে পারেন না!
তাই সচেতন হওয়াটা এখন সময়ের ব্যাপার।আপনার প্রিয়জনের দায়িত্ব আপনার হাতে।আপনার একটু অবহেলা হয়তো হুট করে বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আসুন, সচেতন হই…রক্ত দিন রক্তের বাঁধনে বাঁধুন।