ক্ষোভ থেকে কিশোরকে জবাই করে খুন

নারীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ থেকে ১২ বছরের এক কিশোরকে জবাই করে খুনের মামলায় রনি আকতার নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ফটিকছড়ি এলাকার আহমদ চফার মেয়ে। স্বামী রিপন মিয়ার সাথে নগরীর বায়েজিদের বাংলাবাজার দিদার কলোনিতে থাকতেন। গতকাল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিম উল্লাহ চৌধুরী এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পিপি অশোক দাশ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ জানুয়ারি বায়েজিদের বাংলাবাজার দিদার কলোনিতে আজিম নামের ১২ বছরের ওই কিশোরকে জবাই করে খুন করে রনি আকতার। এ ঘটনায় আজিমের বাবা মো আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্র ও রনি আকতারের আদালতে দেওয়া জবাববন্দি অনুযায়ী, একটি মোবাইল ফোন চুৃরির ঘটনায় স্থানীয়ভাবে দোষী স্বাভ্যস্ত হয় রনি আকতার। তাকে ৫ হাজার টাকা জরিমানাও দিতে হয়। এ নিয়ে রনি আকতারকে চোর চোর বলে ক্ষেপাতো আজিম ও তার বন্ধুরা। এতে ক্ষোভ জমে রনির মনে। একপর্যায়ে আজিমকে হত্যার পরিকল্পনাপ করা হয় এবং বাস্তবায়ন করা হয়। আদালতসূত্র জানায়, একই বছরের ২২ এপ্রিল রনি আকতারের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করলে বিচারক বিচারক শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধসিটি ভোটে সরকারের ‘ফাঁদে’ পা দেবে না বিএনপি : ফখরুল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু