কবরস্থানে মিলল নিখোঁজ রোহিঙ্গা কিশোরের লাশ

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নিখোঁজের ৪ দিন পর কবরস্থানে পাওয়া গেছে রোহিঙ্গা কিশোরের অর্ধগলিত মৃতদেহ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প সংলগ্ন একটি কবরস্থানে ওসমান নামের এ রোহিঙ্গা কিশোরের মৃতদেহের সন্ধান পায় স্থানীয় রোহিঙ্গারা।

জানা যায়, গতকাল বিকেলে কুতুপালং ২/ডব্লিউ লম্বাশিয়া ক্যাম্পের রাস্তার পাশের কবরস্থান থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে লোকজন কবরস্থানের একপাশে আগাছা দিয়ে ঢেকে রাখা একটা মৃতদেহ দেখতে পান। লোকজন খবর দিলে উখিয়া থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লাশটি রোহিঙ্গা কুতুপালং লম্বাশিয়া ২/ডব্লিউ ক্যাম্পের মো. হোছন প্রকাশ ওসমানের (১৭)। নিহত রোহিঙ্গা কিশোরের পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকে ওসমান নিখোঁজ হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে সে নিহত হয়েছে বা কারা, কেন তাকে খুন করেছে তা তদন্ত করা হচ্ছে বলে ওসি জানান।

পূর্ববর্তী নিবন্ধআরসার অস্ত্র জোগানদাতা আটক
পরবর্তী নিবন্ধঈদের আনন্দ গরিব-অসহায় পরিবারের মাঝে ছড়িয়ে দিতে চাই