সরকার আগামী ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করায় ঈদ–উল–ফিতরের ছুটি আরও একদিন বেড়েছে। ফলে, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ চেম্বারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করে বলেন, সরকার নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। খবর বাসসের।
তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৯ এপ্রিল পবিত্র শব–ই–কদরের ছুটির পরের দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি থাকবে। ঈদের ছুটি ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নির্ধারিত রয়েছে। এ বছর ঈদের ছুটিতে দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) অন্তর্ভুক্ত হয়েছে। গত ২৪ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়। সে অনুযায়ী রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়েছে। তবে, ২১ এপ্রিল চাঁদ দেখা না গেলে ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে।