শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটি মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছলে বলে কৌশলে দেশের বিদ্যমান পরিস্থিতি ঘোলাটে করতে চায়। শ্রমিক শ্রেণী যাতে কোন বিভ্রান্তির চোরাবালিতে পা না দিয়ে শ্রমিক মালিক বিরোধের ইস্যু তৈরি না করে এবং কল–কারখানাসহ সকল ক্ষেত্রে উৎপাদনের চাকাকে সচল রাখে। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটি মহল কৃত্রিম সংকট তৈরি করতে চায়। এমনকি রমজান মাসেও নিত্যপণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যারা এসব করছে তারা ভালো মানুষ নয়, এবং সমাজের জন্য ক্ষতিকারক। গতকাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিজ উদ্যোগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশের মানুষ সুখে আছে। বঙ্গবন্ধু কন্যা টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিচ্ছেন। তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। কিভাবে মানুষ ভালো থাকবে সেই কথা ভাবেন। বঙ্গবন্ধু কন্যা যখন দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তখন বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিতে ব্যস্ত।
নগরী দারুল ফজল মার্কেটে মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক নেতা আবুল হোসেন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টিএনটি সিবিএর সভাপতি ছাবের আহমদ, শহিদুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল লতিফ, রেল শ্রমিক লীগের অরুন চন্দ্র, সাইমন হোসেন ভোর, জামাল উদ্দীন লিটন, মো. ফরিদ, কামাল উদ্দীন বাদল, মো. ইব্রাহিম, মো. জাফর, নাসির উদ্দীন, শাহজাহান ভূইয়া, মাহবুবুর রহমান লিংকন, মো. ফারুক, মো. মিজান, মো. আজগর, রকিবুল আলম সাজ্জী, রাজেস বড়ুয়া প্রমুখ। ২৩নং পাঠানতুলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওহেদুর রহমান মহসিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন ধর, সদস্য দোস্ত মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির রোকন, কাজী আনোয়ার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান, নিয়াজ আহমেদ খান, শামসুল হক, ইদ্রিস মিয়া প্রমুখ।
১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর নুরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরু সওদাগর, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, বখতিয়ার ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।