আল্লাহর নৈকট্য লাভের মহিমান্বিত মাস পবিত্র রমজান

ইফতার মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের বিশেষ এক মৌসুম।

চবি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ (অ্যালামনাই)-এর উদ্যোগে ইফতার মাহফিল গত ৭ এপ্রিল চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি স.ম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, ডেপুটি এটর্নি আবুল হাসেম, প্রফেসর মহিউদ্দিন, প্রফেসর আবু জাফর, প্রফেসর মহিউদ্দিন, প্রফেসর মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সেকান্দর চৌধুরী, সংগঠনের জয়েন্ট সেক্রেটারী মুজতবা কামাল, সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন খান সিদ্দিকী, নেয়াজ আহমদ চৌধুরী, আখতার কামাল চৌধুরী, অমিয় সংকর বর্মন, নুরুল ইসলাম খান, এডভোকেট মুজিবুর রহমান, সালামত আলী, মোহাম্মদ তারিক, কাজী জসিম উদ্দিন, অ্যাডভোকেট রেহানা আক্তার, ওসমান জাহাঙ্গীর, মীর বরকত প্রমুখ।

চাকতাই চাউল পট্টি গাউসিয়া কমিটি : গাউসিয়া কমিটি বাংলাদেশ চাকতাই চাউল পট্টি শাখার ব্যবস্থাপনায় ঐতিহাসিক ইয়াওমে বদর দিবস পালন ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিল গতকাল স্থানীয় চাউল পট্টি সোবহান সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আল আজহারী। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা (পূর্ব) সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদ হোসেন, ৩৫নং বঙির হাট ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আজিম নুরু সওদাগর, চাউলপট্টি গাউসিয়া কমিটির উপদেষ্টা হারুন উর রশিদ সওদাগর, আনিছুর রহমান, আলী আব্বাস আলুকদার, আবদুল মালেক সওদাগর।

চাউলপট্টি ইউনিট গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ নেজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি মুহাম্মদ নেজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলায়মানের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ সরওয়ার, আহসান উল্লাহ, মুহাম্মদ শামী, মুহাম্মদ নুরু প্রমুখ । সভায় বক্তারা বলেন, রমজানের আত্মশুদ্ধির অন্যতম ধাপ সঠিক নিয়মে যাকাত আদায় করা। মহান আল্লাহ তায়ালা যতবার পবিত্র কুরআনে নামাজের কথা বলেছেন ততবার যাকাত আদায়ের কথাও বলেছেন।

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন : কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা কাতার রাজধানী দোহার এক অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ এরশাদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এফ.এ ইসলামিক মিশন (ওয়াকফ) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদীন। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নাজিম উদ্দীন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার আরবি মুদাররিস হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুচ্ছফা আলকাদেরী। মুহাম্মদ মিজানুর রহমান ও মুহাম্মদ সাজ্জাদুল হক আরফানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মোসাদ্দেকুর রহমান, মুহাম্মদ দেলোয়ার, মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ আবুল হাসনাত, আহমুদুর রহমান মাসুদ, সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দি, মুহাম্মদ গিয়াসউদ্দীন, মুহাম্মদ ইব্রাহীম খলিল, মুহাম্মদ সালাউদ্দীন, মুহাম্মদ নাজিম শাহ, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ ইসহাক কাদেরী, মুহাম্মদ এহসান রুবেল, মুহাম্মদ শফিকুর রহমান রুহি, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নাঈম উদ্দীন নাহিদ, মুহাম্মদ হুমায়ুন আজাদ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ ইলিয়াস মনচুর, মুহাম্মদ এরশাদুর রহমান, মুহাম্মদ মাহাবুব আলম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ তায়েব রুবেল, মুহাম্মদ মুনচুর, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ তারেক, মুহাম্মদ কুতুবউদ্দীন, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ বদিউল আলম, মুহাম্মদ ফকরুল কাদের, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ ফোরকান, খোরশেদ প্রমুখ

সাতকানিয়ায় বিএনপি : সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাকের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেনচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ মাওলানা ফোরকান। সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজার সংলগ্ন মাঠে সাতকানিয়া উপজেলাপৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেনআবদুর রহিম, এম এ রহিম, আবদুর রহিম মেম্বার, হাজী ছামাদ, মোহাম্মদ রফিক উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ বাহা উদ্দীন বুলু, হারুনুর রশিদ, এস এম নূরুল হক, আবুল কালাম, মোস্তাক আহমদ, মোহাম্মদ মোর্শেদ, জিয়াবুল হোসেন চৌধুরী, আবু বক্কর আবু, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আবছার, ইউনুস মেম্বার, আবু সৈয়দ চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান, ছগির আহমদ, মাহাবুব আলম, আবুল কালাম, নূরুল ইসলাম বাবুল, মোহাম্মদ আলী, েকুতুবউদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, আবুল কালাম আজাদ, ফয়েজ আহমদ, মিজানুর রহমান টিপু, সদস্য সচিব মোহাম্মদ লোকমান মেম্বার, মোহাম্মদ শাহাজাহান, নেজাম উদ্দিন চৌধুরী, মামুনুর রশীদ মামুন, কমুরুদ্দীন, নূরুল আবছার, হেলাল উদ্দিন প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি : বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল ৭ এপ্রিল আবুধাবির বাংলাদেশ সমিতি মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন দূতাবাস সচিব মাজহারুল ইসলাম, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান। বক্তব্য রাখেন মাওলানা আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ জামশেদ, মাঈন উদ্দিন, গোলাম কাদের ইফতি, আবু তাহের তারেক, জোবাদুল করিম প্রমুখ।

চবি ২৫তম ব্যাচ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচ চট্টগ্রাম শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৭ এপ্রিল নগরীর সিনিয়র্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি সৈয়দ জাবিদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ২৫তম ব্যাচের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. আকরাম খান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কুতুব উদ্দিন চৌধুরী বুলবুল, চট্টগ্রাম শাখার সহসভাপতি আজিজুল হক, বাসু দেব সিংহ, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, পংকজ দত্ত, চম্পক বড়ুয়া, অ্যাডভোকেট গোকুল সিংহ রায়, . শামসুল ইসলাম, রওশন আকতার, সারদ নিজাম, গাজী তাহের, ওয়াহিদুল হক, তপন শর্মা, মাসউদ মোর্শেদ ও ড. শ্রিবেশ।

জনতা ক্লাব : ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুরে জনতা ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র একে জাহেদ চৌধুরী। ক্লাবের সভাপতি সৈয়দ আজগর সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমাম হোসেন মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ চৌধুরী, তৌহিদুল আলম, নাজিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি মো. হাসান, কাউন্সিলর মোস্তফা কামাল, মো. শাহজাহান, সংরক্ষিত কাউন্সিলর রহিমা বেগম, শহিদুল আজম, মো. রফিক, মো. মামুন, মো. মউনু, মো. করিম, মো. শরিফ, জনতা ক্লাবের সেক্রেটারি মাসুদ পারভেজ চৌধুরী, আব্দুস ছালাম ও আজগর আলী রুবেল।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে মাইজভাণ্ডারী আমিরাত শাখা : আঞ্জুমানে মোত্তাবেয়ীনে মাইজভাণ্ডারী সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান ও হযরত মাওলানা সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিল দুবাইয়ের একটি হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী। সভাপতিত্ন করেন সংগঠনের সভাপতি এসএম কায়সার। প্রধান আলোচক ছিলেন মাওলানা সেকান্দর আলম। সঞ্চালনা করেন সাদেক চৌধুরী সুকান। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ হোসাইন, মৌলানা মোহাম্মদ আবুল কাসেম, মাওলানা মোহাম্মদ ওসমান জামী, মাওলানা মোহাম্মদ সাজ্জাদুল হক চৌধুরী, মাওলানা মোহাম্মদ আবুল খালেক ও সৈয়দ খুরেেশদ আলম। উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী মাসুম, নুর উল্লাহ রাসেল, মোহাম্মদ মুসা, মৌলানা মোহাম্মদ বেলাল হোসাইন, মোহাম্মদ মোজাম্মেল হক, শাহীন সুলতান রাসু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ রোকন, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ আফাজ উদ্দীন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ কাউসার সিদ্দিকী মুরশেদ, সামিউল ওসমান অপু, সাহেদ চৌধুরী ছোটন, মোহাম্মদ সুমন ও ওসমান গনি।

ক্যাব চট্টগ্রাম জোনাল কমিটি : ক্যাব চট্টগ্রাম জোনাল কমিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজিত ইকমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম জোনাল কমিটির উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ইক্যাব চট্টগ্রাম জোনাল কমিটির সদস্য সচিব লোকমান হাকিমের পরিচালনায় এবং কোচেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় ইক্যাব সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা, ইসি সদস্য আসিফ আহনাফ ও মোহাম্মদ ইলমুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন কোচেয়ারম্যান জহিরুল আলম তুহিন, আশিকুর রহমান, খালেদা আক্তার মিমি, আলতাফ মাহমুদ জাহেদ, মিজানুর রহমান এবং রুমানা বেগম। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ।

মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ : বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে সংগঠনের সভাপতি ছালামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দীনের সঞ্চালনায় ইফতার মাহফিল ও কার্ড বিতরণ অনুষ্ঠান গত ৮ এপ্রিল রিয়াজ উদ্দিন বাজারস্থ আর.বি. সুবর্ণ কমপ্লেঙের হল রুমে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, আবছার হাসান চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, আব্দুল হাকিম, মফিজুর রহমান, এম এম এ ছবুর, অধ্যক্ষ আব্দুল মালেক, সাইফুদ্দীন, এম ইলিয়াস খান আইয়ুব, নাঈমুল ইব্রাহিম, আবুল কাশেম, এড. নাসরিন আক্তার চৌধুরী, এস.এম. জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মুহাম্মদ আওয়াল, ইউনুচ খান মাসুদ, আব্দুল মোমেন, মো. খোকন, মোফাচ্ছেল হক রাসেল, নেহাল আজম সোহেল, জাহেদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সোহেল আহমদ প্রমুখ।

সিনিয়র ডক্টরস ক্লাব : ওয়েল পার্ক হোটেলে সিনিয়র ডক্টরস ক্লাবের ইফতার মাহফিল ও নতুন কমিটির অভিষেক গত ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রফেসর ডা. এ এইচ এম ইসহাক চৌধুরীর সভাপতিত্বে ও প্রফেসর ডা. মো. আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ডা. মাসুদ রেজা খান, স্বাগত বক্তব্য দেন জেনারেল সেক্রেটারি ডা. কিউ এম অহিদুল আলম। সংগঠনের প্রাক্তন সভাপতি ডা. এম এ জাফর ও উপদেষ্ঠা ডা. এ কে এম নাছির উদ্দিন চৌধুরী নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. এন এম ইউসুফ চৌধুরী, ডা. দিলীপ দে, প্রফেসর ডা. আবদুল আলীম, ডা. শরীফ, প্রফেসর ডা. আনোয়ারুল হক চৌধুরী, প্রফেসর ডা. মোস্তাক, প্রফেসর ডা. মঈন উদ্দিন। বক্তারা একটি জেরিয়াট্রিক কনসালটেশন চালুর প্রস্তাব করেন। সভাপতি প্রফেসর ইসহাক মোনাজাত ও সমাপণী বক্তব্য রাখেন।

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ : ফতেয়াবাদ স্কুল ব্যাচ ৯৬ আয়োজিত ইফতার মাহফিল ও প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ অনুষ্ঠান আলী আজমের সভাপতিত্বে গাজী মোঃ তৈয়বের সঞ্চালনায় ফতেয়াবাদ স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অমর নাথ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক চৌধুরী মো: জসীম উদ্দীন, সাবেক শিক্ষক বাবু দুলাল সর্দার, সাবেক শিক্ষক জাফর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল। ইফতার পরবর্তী সময়ে সভার সর্বসম্মতিক্রমে মোঃ আলী আজম কে আহ্বায়ক ও গাজী মোঃ তৈয়বকে সদস্য সচিব করে ৩০ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে বক্তব্য রাখেন গাজী ফিরোজ শিবলী, শিমুল আচার্য্য, মো: এনাম, মো: ইকবাল, মো: মহিউদ্দিন, পাবেল চক্রবর্ত্তী, সোহেল চৌধুরী, মাসুদ পারভেজ, রাজন চক্রবর্তী, সুজন দে, সৈকত ঘোষ, মোঃ মোজাফফর আলী, মোঃ আব্দুল হালিম, জিন্নাত আলী বাদশা প্রমুখ।

নুরে মদিনা গাউছিয়া মাদ্রাসা: নুরে মদিনা গাউছিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও খাজা আজমেরী এতিমখানা পরিচালনা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল পটিয়ায় গত ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। নূরে মদিনা গাউছিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল্লামা অধ্যক্ষ মুফতি মু. আব্দুর রহিম আলকাদেরী (মা🙂। উপস্থিত ছিলেন মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা মুহাম্মদ আব্দুল মাবুদ আলকাদেরী (মা:), মাওলানা এনাম রেজা নুরী, মো. শাকিল, রফিক উদ্দীন রনজু, মো. কুতুব উদ্দীন, হাফেজ মো. আদনান, আমির আলী কাদেরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী সরকার
পরবর্তী নিবন্ধশুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে জাপানের দুটি যুদ্ধজাহাজ