প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন, ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি ও খেলাপি ঋণের সমস্যা নিয়ে আলোচনা কখনও বন্ধ হবে না। তিনি এমনও দাবি করেছেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়। সারা বিশ্বেই এই বিষয়গুলো আছে। ব্যাংকের ব্যবসাই আসলে এমন।
তার মতে তদারকি, কোনো ঘটনা ঘটলে সেই কেলেঙ্কারি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কর্তৃপক্ষের দায়িত্ব। বাংলাদেশ এই কাজগুলো করছে বলেও দাবি করেছেন তিনি। গতকাল রোববার এক আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’ এ যোগ দিয়ে এ বিষয়ে কথা বলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় গোষ্ঠী বেঙ্মিকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বঙ্গবাজারসহ বেশ কিছু আলোচিত আগুন, ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং সেগুলো প্রতিরোধে সরকারি সংস্থাগুলোর যা করার কথা ছিল, তা করা হচ্ছে কি না, তা ছিল আলোচনার বিষয়।