ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আমির ভাণ্ডার দরবার শরীফে গতকাল আমির ভান্ডার দরবার শরীফ সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ইয়াওমুল ফোরকান ও প্রিয় নবী (সা.) এবং আছহাবে বদর (রা.) স্মরণে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা শাহসুফি সৈয়দ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী (ম.)। প্রধান আলোচক হিসেবে তাকরির পেশ করেন আল্লামা শেখ মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী। সম্মানিত আলোচক ছিলেন শাহজাদা মাওলানা ফোরকানুল হক আমিরী, আল্লামা মুহাম্মদ মোরশেদুল হক কাদেরী। আওলাদে আমির ভাণ্ডারীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফী সৈয়দ মেরাজুল আলম আমিরী, মাওলানা সৈয়দ কামাল হোসেন আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফী মাওলানা সৈয়দ আছরার আমিরী, শাহজাদা মাওলানা সায়েম উল্লাহ আমিরী, মাওলানা সৈয়দ সরওয়ার কামেল আমিরী, মাওলানা সৈয়দ মোজাম্মেল হক আমিরী, শাহজাদা সৈয়দ আরিফুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ আসাদুজ্জামান আমিরী, মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন নুরুল ইসলাম,
মুহাম্মদ নুরুল আনোয়ার, মুহাম্মদ ইদ্রিস, আমির ভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, আবু তৈয়ব, মাওলানা নুরুল ইসলাম জেহাদি, মুহাম্মদ হারুন, মাওলানা জিয়াউল হোছাইন আমিরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শাহজাদা মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান। প্রেস বিজ্ঞপ্তি।
মিলাদ ও কিয়াম করেন মাওলানা সৈয়দ মোস্তাকিম আমিরী। দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করেন শাহসুফি মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী। সভায় বক্তারা বলেন, আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও নবীপ্রেমই হল ঐতিহাসিক বদর যুদ্ধের শিক্ষা। প্রেস বিজ্ঞপ্তি।