Home উপ-সম্পাদকীয় চিঠিপত্র শেখ ফরিদ চশমা জামে মসজিদের রাস্তাটি মেরামত করা হোক

শেখ ফরিদ চশমা জামে মসজিদের রাস্তাটি মেরামত করা হোক

0
শেখ ফরিদ চশমা জামে মসজিদের রাস্তাটি মেরামত করা হোক

শেখ ফরিদ চশমা জামে মসজিদের রাস্তাটি অবহেলার কারণে বেহাল দশা। উক্ত রাস্তা মসজিদে মুসল্লীদের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ততম এই রাস্তাটিতে মুসল্লী ও এলাকাবাসীর আসা যাওয়া করতে বেশ অসুবিধায় পড়তে হয়। তাই উক্ত রাস্তাটি দ্রুত মেরামতের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

আব্দুল হান্নান

চট্টগ্রাম।