চট্টগ্রাম স্বর্ণশিল্পী সমিতি আয়োজিত মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার চকবাজারের প্যারেড মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পরিমল ও বিনোদনি মার্কেট ৬৪ রানে মিয়া শপিং সুপার কিং কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরিমল ও বিনোদনি মার্কেট প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে মিয়া শপিং সুপার কিং ১২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়।
ফাইনাল খেলা শেষে পরিমল ও বিনোদনি মার্কেটের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহরলাল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম,সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। সুবল ধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিপন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ন কর্মকার, প্রণব ধর, রন কুমার ধর, ছোটন ধর ও নয়ন দেবনাথ।
        











