চকরিয়া উপজেলার ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা গত ৬ এপ্রিল চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, কঙবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) শফিউদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও চকরিয়া উপজেলা বেসরকারি এতিমখানা সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি বলেন, এতিমদের কল্যাণে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি এতিমদের লালন–পালন অত্যন্ত মহৎ কাজ বলে উল্লেখ করে এতিমখানা প্রতিনিধিদের এতিমদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












