চবিতে অধ্যয়নরত কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্ণফুলী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা। গত ৭ এপ্রিল কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা আজিম পাড়া এলাকায় হল টোয়েন্টিওয়ানে ছিল এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন এম হাকিম আলী। এসময় তিনি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এগিয়ে আসার পাশাপাশি সর্বদা সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
এসোসিয়েশনের সভাপতি হাসান মারুফ ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, চবি আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ নুর হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ছালেহ জহুর, মো. সাহাবুদ্দিন, ব্যাংকার খালেদ মো. সাইফুদ্দীন, ব্যাংকার কামরুল ইসলাম পাবেল, এসআই সোহরাব সাকিব, অ্যাডভোকেট হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











