দেশে দুর্নীতির মহোৎসব চলছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। দুর্নীতিবাজরা এখন পালানোর পরিকল্পনা করছে। অনেক মন্ত্রী, এমপি ইতিমধ্যে লাল পাসপোর্ট স্যারেন্ডার করেছে, আরো অনেকে করবে।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল পাহাড়তলী থানা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার ভোটারবিহীন প্রহসনের আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নীল নকশা প্রণয়ন করেছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন কখনো ব্যালটে, কখনো ইভিএমে ভোটের ঘোষণা দিচ্ছে। নির্বাচন নিয়ে বহুমুখী অপতৎপরতা শুরু হয়েছে। পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল আলম, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শ.ম. জামাল উদ্দীন, বিএনপি নেতা খাজা আলা উদ্দিন, আশরাফ খান, সাইফুল আলম ও মোহাম্মদ শফিউল্লাহ। হালিশহর ওয়াপদা মোড়ে হালিশহর থানা বিএনপি আয়োজিত পৃথক কর্মসূচিতেও প্রধান অতিথির বক্তব্য রাখেন নোমান। থানা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ডিপটির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা কাজী বেলাল, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।











