বস্তিবাসী ও হতদরিদ্রদের মাঝে সাবেক মেয়র মনজুর আলমের ঈদবস্ত্র বিতরণ

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম. মনজুর আলম গতকাল শনিবার জননেত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে বস্তিবাসী ও হতদরিদ্র দুই হাজার নারীপুরুষকে লুঙ্গি, শাড়ী ও শার্ট উপহার হিসেবে প্রদান করেন।

ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে সমবেত সমাবেশের শুরুতে খতনে কোরআন, মিলাদদোয়া ও মুনাজাত করা হয়। হতদরিদ্র জনগোষ্ঠীর সমাবেশে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, সব মানুষ আল্লাহ সৃষ্টি। ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ আল্লাহর সেরা সৃস্টি। এ দুনিয়ায় হয়তো কেউ দরিদ্র কেউবা ধনী কিন্তু আল্লাহর সৃষ্টিজগতে কোন বৈষম্য নেই। তিনি বলেন, আমাদের সকল সেবা মানবতার তরে। সেবাই আমাদের ব্রত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ্‌ (🙂 জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধরাউজানে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ