নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির মাহে রমজানুল মোবারক উপলক্ষে সাধারণ সভা ও দোয়া মাহফিল গত ৭ এপ্রিল স্থানীয় একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।সমিতির সিনিয়র সদস্য প্রফেসর মো, জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনোয়ার হোসেন। সাধারণ সভায় মহাসচিবের বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর।
সাংস্কৃতিক সম্পাদক সরকার কামরুল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. সাহাব উদ্দীন হাসান বাবু। বক্তব্য রাখেন ডা. শেখ মুজিবুর রহমান, মোসলেম উদ্দিন, দিদারুল আলম, তোফাজ্জল হোসেন, জাবেদ হায়দার ইসলাম, মো. মফিজুর রহমান, তসলিম উদ্দীন, শরীফ মিলন, নাঈম উদ্দিন, আলী ওসমান রাজু, শফিকুল আলম স্বপন, শাফাওয়াত আহমেদ চৌধুরী প্রমুখ।সভায় আগামী ২৬ মে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত প্রহণ করা হয়। চলমান সদস্য সংগ্রহ কার্যক্রম ২০ মে পর্যন্ত বর্ধিত করা হয় এবং সদস্য ফি মওকুফ করা হয়। সভা শেষে ইফতার মাহফিল ও দেশ জাতির কল্যাণে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











