ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের নারী দিবস পালন

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস ডিস্ট্রিক্ট ৩৪৫ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় চট্টগ্রাম লেডিস ক্লাবে। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মমতাজুন্নেসা বেগম সুমা। সংক্ষিপ্ত আলোচনায় এসময় তিনি বলেনআমরা নারী ঘরে থাকলে হবেনা, আমাদেরকেও দেশের জন্য সমাজের জন্য কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া আক্তার বারী, রোকেয়া আহমেদ, চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবীর, সেক্রেটারী মুনিরা হুসনা, ট্রেজারার হাফসা ছালেহ, রুবায়েত কাজী, সাকেরা সাদেক, নাজনীন আরা, মানসী দাশ তালুকদার, আফরুজা বুলবুল, শামীম আরা আহাদ, মর্জিনা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন