বিএনপি-জামাত নতুন করে নৈরাজ্য শুরু করেছে

শান্তি সমাবেশে এম এ সালাম

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিএনপিজামাত চক্র দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। সে লক্ষ্যে তারা আবার সারাদেশব্যাপী নৈরাজ্য শুরু করেছে। তাদের প্রতিহত করতে হবে।

গতকাল বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব একথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, বিএনপিজামাত চক্রকে আর ছাড় দেয়া যাবে না।

যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, বখতেয়ার সাঈদ ইরান, উপদেষ্টা মহিউদ্দিন চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড বাসন্তী প্রভা পালিত, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদী, জেলা যুব মহিলা লীগ যুগ্ম আহ্বায়ক এড জুবাঈদা সরোয়ার নিপা, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনগরের ১৫ থানায় বিএনপির পৃথক অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধআশপাশের অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত