ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আল্লামা আজিজুল হক আলকাদেরী (রঃ) ছিলেন ইসলামের মূলধারা সুন্নীয়তের অন্যতম ধারক। ইসলামী খোলসে সৃষ্ট নানা ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা সত্যানুসন্ধানীদের সঠিক পথ দেখিয়েছে। ইসলামিক ফ্রন্ট মহানগরের উদ্যোগে গত ৫ এপ্রিল কাপ্তাই রাস্তার মাথাস্থ সন্ধানী মিলনায়তনে আজিজুল হক আলকাদেরী (রঃ) এর ওফাত বার্ষিকী স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিক কোম্পানি, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। প্রধান বক্তা ছিলেন মাওলানা জসিম উদ্দিন তৈয়বী। উপস্থিত ছিলেন অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, এ এস এম কাউসার, মাস্টার আনোয়ারুল আজিম, খ ম মোজাম্মেল হক কাদেরী, লায়ন মুহাম্মদ এমরান, মোরশেদুল ইসলাম, কফিল উদ্দীন রানা, আনিসুর রহমান, নুরুল আবছার, আলাউদ্দিন আজাদ, কামরুল হাসান শাকিল, মোহাম্মদ ইউসুফ কবির, সাইফুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











