মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুুনুর রশীদ নূরী বলেছেন, মুমিন জীবনের সার্বিক সফলতার জন্য আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন। কেননা রোজাদারদেরকে পানাহার ত্যাগের পাশাপাশি পাপাচার ও অশ্লীলতাকেও বর্জন করতে হবে। তিনি গত ৭ এপ্রিল মাওলানা নূরী বাদ আছর অক্সিজেনস্থ মসজিদে তাইয়্যেবা পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মীর মোহাম্মদ মোশাররফ। প্রেস বিজ্ঞপ্তি







