রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী পুত্র তরুণ বিএনপি নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোড় সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। সরকার রমজানের পবিত্রতা বিনষ্ট করছে।
বিএনপির ২৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে পতেঙ্গা থানা যুবদলের কর্মশালা, আলোচনা ও ইফতার মাহফিলে ইসরাফিল খসরু প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। গত শুক্রবার স্টিলমিলস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ খোরশেদ আলম। সদস্য সচিব মুশফিকুর রহমান নয়নের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা, ৪০ ও ৪১নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











