রমজানে হাসি খুশি থাকুক নিম্ন আয়ের মানুষরা

খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানে হাসি খুশি থাকুক নিম্ন আয়ের মানুষরা।

উত্তর কাট্টলী ও বাড়বকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ড ও বাড়বকুণ্ড ইউনিয়নে দুই হাজার অসহায়, দুস্থ, দরিদ্রের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন দিদারুল আলম এমপি। সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশকে শান্তির অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি, জামাত এ রমজানের মধ্যে সমাবেশের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি করে যাচ্ছে। সেহেরির ও ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, সহসভাপতি লোকমান আলী, শ্রমিক নেতা শফি বাঙালি, মহসিন জাহাঙ্গীর, এডভোকেট শওকতুল আলম, গিয়াসউদ্দিন জুয়েল, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, জালাল আহাং, জামাল আহাং, সোহেল চৌধুরী, আবুল কালাম আবু, আফতাব উদদীন রুবেল, হায়দার আলী, মিজানুর রহমান জনি, জুয়েল সিদ্দিক, নিশাত প্রমুখ।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন : চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে উপজেলায় বিশ লক্ষাধিক টাকার ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান ৭ এপ্রিল (শুক্রবার) বিকালে চকরিয়া মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এহেছান চৌধুরীর সভাপতিত্বে ও সৌদিয়া কমিটির সভাপতি কাশেম আহামদ ও কেন্দ্রীয় সহঅর্থ সম্পাদক মীর কাশেমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যন ফজলুল করিম সাইদী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক শফিউল আলম বাহার। কক্সবাজার জেলার বৃহত্তর প্রবাসী সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়ন ৩য় বারের মত মাহে রমজান উপলক্ষে সমগ্র চকরিয়া উপজেলাব্যাপী গরীব ও অসহায় ১২০০ পরিবারের মঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করার পাশাপাশি ৩৫টি পরিবারের মাঝে ১টি করে ছাগল, ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে লক্ষাধিক টাকার সহায়তা প্রদান, চকরিয়া উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ৪ লক্ষাধিক টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়। স্থানীয় ৪ শতাধিক পরিবারকে চকরিয়া মহিলা কলেজ মাঠে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে বাকিগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাতের উম্মুল কুয়াইন শাখার সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

মদীনার সবুজ গম্বুজ : মদীনার সবুজ গম্বুজ ফেইসবুক পেইজ ও জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা সাইফুল আজম বাবর আজহারীর অনুরক্তদের যৌথ উদ্যোগে বাঁশখালী থানার ১নং পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর আলম আটো রাইস মিল সংলগ্ন মাঠে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সলিমুল হক চৌধুরী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক স্কলার মাওলানা সাইফুল আজম বাবর আজহারী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কাদেরিয়া সিনিয়ার মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু নাছের, পুকুরিয়া শাখার গাউছিয়া কমিটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার শফিক আহমেদ। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সিয়াম ও সাধনার মাস। এ মাসে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ইসলামের নৈতিক শিক্ষা। এতে আরো উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন, মুহাম্মদ হোসাইন, তৌহিদুল ইসলাম, সাকিব, নয়ন, ইয়ার খাঁন, মারুফ, শহিদ, শাহেদুল ইসলাম, মুহাম্মদ আশেক প্রমুখ।

মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ারউল আলম চৌধুরী নোবেলের পক্ষ থেকে নগরীর ৯নং ওয়ার্ডের আব্দুল আলী নগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শনিবার দ্বিতীয় দিনের মতো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা সৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন লুভন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, এস.এম ফারুক, আরিফ, আকবর, রনি, আজাদ, গোলাম রাব্বানী রাফি, আকবর, ফয়সাল বিন নিজাম, মো. সিরাজুল ইসলাম আকাশ, আরাফাত হোসেন বিজয়, মো. ইমতিয়াজ উদ্দিন আকিল, মারুফ হোসেন, সিদ্ধার্থ শংকর দাশ, বিজয়, সিফাত হাবিব রবি, আজাদ প্রমুখ।

শুলকবহর ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সংসদীয় ১০ আসনের আওতাধীন নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডে মিল্টন কমিউনিটি সেন্টারে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকী। ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও নগর যুবলীগের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরোয়ার্দী, নুরুল আনোয়ার, কাউন্সিলর মোর্শেদ আলম। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সুফি, শুলকবহর বাদুরতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি আক্তার ফারুক, সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ চৌধুরী মুক্তি, সাইফুল ইসলাম, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, সালেহ আহমদ দিঘল, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, কফিল উদ্দিন, আবুল বশর, শফিকুল হাসান রিপন, আরিফুল ইসলাম মাসুম, মো. নাহিদ, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, শহীদুল ইসলাম শহীদ, এরশাদ আলম, ইমরান আহমেদ শাওন প্রমুখ।

চন্দনাইশ আল হাবিব ইসলামী সংস্থা : চন্দনাইশ প্রতিনিধি জানান, পৌরসভার সামাজিক সংগঠন আল হাবিব ইসলামী সংস্থার উদ্যোগে প্রায় দেড়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায়ে গত শুক্রবার দুপুরে এসব ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে চৌধুরীপাড়া খলিফা পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য এম মনজুর মোরশেদ চৌধুরী, বোরহান উদ্দীন ফারুকী, জিন্নাত আলী চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, সংগঠনের প্রবাসী সদস্য এমএ রহিম চৌধুরী, খোরশেদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান রুবেল, রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, শাহরিয়াদ বাবু, এমরানুল হক চৌধুরী, মনির উদ্দিন, খোরশেদ আলম, ফয়সাল চৌধুরী, জোবায়ের চৌধুরী, জাহেদ চৌধুরী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাও. মাহবুবুর রহমান কুতুবী।

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ : রমজান উপলক্ষে দুই হাজার পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন। এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডে ২শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক্ব আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ মোহাম্মদ জাফর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিছ মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিরর ওসমান গণি, সাবেক কাউন্সিলর মো. হারুন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. শফিকুল আলম তালুকদার, মাহামুদুল হক ও সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক।

. মাহমুদ হাসান ফাউন্ডেশন : . মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে ফটিকছড়ির ২৫০০ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৬ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত উপজেলার ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভার ২৬০ জন জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজের পক্ষে উপজেলার বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চন নগর, সুন্দরপুর, সুয়াবিল, লেলাং, নানুপুর, রোসাংগিরি, বখতপুর, জাফতনগর, ধর্মপুর, সমিতিরহাট, আবদুল্লাপুর, খিরাম, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ধ্রুবতারা মানবিক সংগঠন : ধ্রুবতারা মানবিক সংগঠনের পক্ষ থেকে পাহাড়তলী ডিটি রোডে চারশ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাদনান খান সাঈম, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, সহসভাপতি আব্দুর রাফি খান, যুগ্ম সম্পাদক রাকিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইরফান, অর্থ সম্পাদক ইসতিয়াক, ফাহিম, মুন্না, তুশার, বাবু, ওভি, রোহান ও ফয়সাল।

ডবলমুরিং থানা ছাত্রলীগ : ১৫তম রমজানে ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। প্রতিদিন থানা ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের এক এক এলাকায় পথচারীদের ইফতার বিতরণ করে আসছে। পানওয়ালা পাড়ায় গতকাল ইফতার বিতরণ কর্সূচিতে উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের এই কার্যক্রম চলমান থাকবে মাসব্যাপি।

দক্ষিণ জেলা যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে পটিয়ার বড়লিয়ায় যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্রদের মাঝে ইফতার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বড়লিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, সহ সভাপতি মর্তুজা কামাল মুন্সি, ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক রাজু দাশ, ইমরান উদ্দীন বশীর, মাস্টার রিটন নাথ, দিদারুল আলম, এনামুল হক মজুমদার, সৈয়দ জাবেদ সরোয়ার, মো: আশরাফ, মহিম উদ্দীন জাবেদ, জাহিদুল ইসলাম, ওমর ফারুক, নজরুল ইসলাম খান, মহিউদ্দীন, মোঃ ইউনুচ, নজরুল ইসলাম, রুবেল, আরিফ উদ্দিন বাবু, সাইফুদ্দিন প্রমূখ।

সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন : সিদ্দিক রেজওয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হকের উদ্যোগে নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর নুরুল আমিনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় ৩০০ পুরুষ মহিলাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ১২নং সরাই পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মআহবায়ক সাবেক কাউন্সিলর সাবের আহম্মেদ, যুগ্মআহবায়ক লায়ন এম.শওকত আলী, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ ইসমাইল খান, শেখ রাজিব আহমদ, আওয়ামী লীগ নেতা রিয়াদ মুজাহিদ, নগর যুবলীগ নেতা নিজামুল হক, মো. সাইফুল, নুরুল আজিম বাবলু, নগর ছাত্রলীগের সহসম্পাদক এম. শাহজাহান সাজু, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রিজিয়া আমিন ফাউন্ডেশন : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর কালীপুরে রিজিয়া আমিন ফাউন্ডেশনের উদ্যাগে ৪ সহস্রাধিক লোকের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রিজিয়া আমিন ফাউন্ডেশনের সদস্য সচিব আমেরিকা প্রবাসী আ ন ম অহিদুল আলম, আমজাদুল আলম মুরাদসহ পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে ইউনিয়নের মাদ্রাসা ও এতিমখানাসহ অসহায় মানুষের জন্য এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন। এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, ফাউন্ডেশনের সদস্য দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম, রাকিবুল আলম সৌরভ প্রমুখ। উল্লেখ্য প্রতি বছর রমজান উপলক্ষে রিজিয়া আমিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতারি ও উপহার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব প্রীতিলতা স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি
পরবর্তী নিবন্ধহোমল্যান্ড লাইফের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ হাইকোর্টের